কাস্টমার হেল্প
কাস্টমারদের কমন কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো, উওর জানতে প্রশ্নের উপর ক্লিক করুন।
জি! মূলত ওয়েবসাইটেই অর্ডার করতে হবে, তবে যদি একান্তই সিস্টেমগুলো বুঝতে না পারেন আপনি, সেক্ষেত্রে আমাদের পেইজে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে অর্ডার করলে, আমাদের মোডারেটর টিম সেটাকে আপনার পক্ষ থেকে ওয়েবসাইটে সাবমিট করে দিবে।
১। আপনার পছন্দের প্রোডাক্টটি খুঁজে নিন ক্যাটাগরি, কী-ওয়ার্ড বা অন্যান্য উপায়ে ফিল্টার করে।
২। প্রোডাক্টের উপর ক্লিক দিয়ে ওপেন করুন।
৩। প্রথমে কালার, অতঃপর আপনার প্রয়োজনীয় সাইজ সিলেক্ট করুন।
৪। “Add to Bag/ ব্যাগে তুলুন” বাটনে ক্লিক দিন, অতঃপর আরো কোনো প্রোডাক্ট নিতে চাইলে সেগুলোও একই উপায়ে ব্যাগে যুক্ত করুন।
৫। ফোনের উপরের কোনায় ক্লিক দিন ব্যাগের সব প্রোডাক্ট দেখাবে। অতঃপর “অর্ডার করুন” ক্লিক করে নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি বক্সগুলো পূরণ করে ডেলিভারি চার্জ বা ফুল পেমেন্ট পে করে সাবমিট করে দিন। সব ধাপে ধাপে আপনার সামনে আসবে।
অর্ডার বুকিং হওয়ার পর এবং ডেলিভারির পূর্ব মুহূর্তে আপনার দেয়া নাম্বারে ফোন অথবা মেসেজ এর মাধ্যমে তথ্য সরবরাহ করা হবে। আর ট্র্যাক করতে-
এখানে ক্লিক করে অথবা আমাদের ওয়েবসাইটের মেইন মেনু থেকে “কাস্টমার হেল্প” অতপর “শিপিং এন্ড ট্র্যাকিং” ক্লিক করে ট্র্যাকিং পেইজ পাবেন।
সেখানে আপনার অর্ডার নম্বর ও অর্ডারের সময় দেওয়া মেইলটি দিয়ে “ট্র্যাক করুন” বাটনে ক্লিক করলেই আপনার অর্ডারের স্থিতি দেখতে পাবেন।
এক্ষেত্রে, আপনি যদি কোন একাউন্ট করা ছাড়া অর্ডার করে থাকেন তাহলে আমাদের হেল্প লাইনে কল করে অর্ডার নম্বর বলে আপডেট জেনে নিতে পারেন।
অবশ্যই! আমরা দেশব্যাপী থানা পর্যায়ে স্টেডফাস্ট ও পাঠাও কুরিয়ারের মাধ্যমে ক্যাশঅন হোম ডেলিভারি দিয়ে থাকি।
সর্বক্ষেত্রেই ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে এবং অগ্রিম পে করতে হবে এই চার্জ।
কখনো যদি কোনো চার্জ ফ্রি বলে বিশেষ অফার দেওয়া হয় সেক্ষেত্রেও একই নিয়ম বহাল থাকবে, জাস্ট চার্জ পরিমান এমাউন্ট প্রোডাক্টের টাকা থেকে মাইনাস করে দেওয়া হবে যদি এমন অফারের আওতায় হয় কোন অর্ডার।
ডেলিভারি কস্ট ছাড়া আমাদের কোনো ট্যাক্স নেই বর্তমানে।
আমরা ফেক অর্ডার রেশিও কমাতে এবং এই ক্ষতি থেকে সুরক্ষিত হতে ডেলিভারি চার্জ বাধ্যতামূলক অগ্রিম নিয়ে থাকি। আমাদের কোনো ত্রুটি না হলে এই চার্জ অফেরতযোগ্য সকল ক্ষেত্রে।
কখনো আমরা অগ্রিম নেওয়ার অপশন অফ করলেও গ্রাহকদের ডেলিভারি চার্জ দিতে হবে, পার্সেল রিসিভ হোক বা না হোক।
অর্ডার সাবমিট করে দেওয়ার পরও ঠিকানা পরিবর্তন করতে চাইলে সরাসরি আমাদেরকে কল করুন।
অবশ্যই! এমনকি আমরা বলি অবশ্যই চেক করে নিতে। ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় পণ্য রিসিভের পূর্বে চেক করতে পারবেন, এক্ষেত্রে একেবারে ভাজঁ নষ্ট করে বা ময়লা করে পণ্যের নতুনত্ব নষ্ট করা যাবে না।
অর্ডার করার পূর্বে অবশ্যই সাইজ জেনে,বুঝে, মেজারমেন্ট দেখে অর্ডার করবেন। অর্ডারের পূর্বে ফেব্রিক কোয়ালিটি সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। তবুও যদি আমাদের দিক থেকে কোয়ালিটি নিয়ে সমস্যা থাকে, কোনো ডিফেক্ট থাকে। সেক্ষেত্রে ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় জানালে অবশ্যই আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা গ্রহণ করব।
আর যদি সব ঠিক থাকা সত্ত্বেও আপনি রিটার্ন বা এক্সচেঞ্জ চান, এক্ষেত্রে রিটার্ন/এক্সচেঞ্জ/ডেলিভারি সংক্রান্ত সকল চার্জ আপনাকে বহন করতে হবে।
আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন, সেটা না গিয়ে যদি অন্য প্রোডাক্ট আমরা ভুল বসত পাঠিয়ে দিয়ে থাকি, তাহলে আমাদেরকে কল করে জানাবেন। আমরা নিজস্ব খরচে আপনার কাছে সঠিক প্রোডাক্ট পাঠিয়ে আগেরটি ফেরত আনার ব্যাবস্থা গ্রহণ করবো এক্সচেঞ্জ পলিসি’র শর্ত সাপেক্ষে।
আমাদের দিক থেকে কোন ভুল না থাকলে পণ্য রিটার্ন করতে পারবেন না।
ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পণ্য চেক করে সমস্যা জানানোর পর আপনি পণ্যটির টাকা দিয়ে পণ্য গ্রহণ করবেন। আমরা নতুন পণ্য পাঠানোর পর পুরোনো পণ্যটি ফেরত দিয়ে নতুন পণ্যটি গ্রহণ করবেন এক্ষেত্রে কোন টাকা পে করতে হবে না। পন্যটি অক্ষত ও অপরিবর্তনীয় অবস্থায় রাখতে হবে।
আর যদি আমাদের পক্ষ হতে সরাসরি রিটার্ন করতে বলা হয়, এক্ষেত্রে প্রোডাক্টটি ফেরত আসলে আপনার জন্য নতুন প্রোডাক্ট পাঠানো হবে।
রিটার্ন এবং এক্সচেঞ্জ সম্পর্কে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
আমাদের পক্ষ থেকে কোনো ভুল-ত্রুটির জন্য রিটার্ন বা এক্সচেঞ্জ প্রয়োজন হলে চার্জ আমরাই বহন করবো।
কাস্টমারের ত্রুটি বা অন্যান্য কারণে রিটার্ন বা এক্সচেঞ্জ করা হলে চার্জ কাস্টমারকেই বহন করতে হবে।